অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় করণীয় - DhekishaK

Sidebar Ads

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, December 12, 2021

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় করণীয়

আমাদের জীবনে আগুন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই আগুন ব্যবহারে আমাদের অসচেতনতার কারণে প্রায়শই বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে। 


অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় করণীয়



➤ অসাবধানতাই অগ্নিকান্ডের প্রধান কারণ। তাই অগ্নি প্রতিরোধে সচেতন হোন। 


রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলুন। 


বিড়ি বা সিগারেটের জলন্ত অংশ নিভিয়ে নিরাপদ স্থানে ফেলুন। 


ছোট ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলা থেকে বিরত রাখুন। 


খোলা বাতির ব্যবহার কমিয়ে দিন। 


দরজা জানালা বন্ধ রেখে গ্যাসের চুলা জ্বালানো অত্যন্ত বিপজ্জনক, সুতরাং গ্যাসের চুলা জ্বালানোর আগে অবশ্যই দরজা জানালা খুলে দিন। 


রান্না শেষ হলে চুলার চাবি ভাল করে বন্ধ করে দিন। 


অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান দ্বারা নিয়মিত ভবনের বৈদ্যুতিক কেবল ও ফিটিংস পরীক্ষা করুন। 


ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক ফিটিংস দ্রুত বদলে ফেলুন। 


হাতের কাছে সবসময় দুই বালতি পানি বা বালু মজুদ রাখুন। 


বাসগৃহ, কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণী যন্ত্রপাতি স্থাপন করুন এবং প্রয়োজন মুহূর্তে তা ব্যবহার করুন। 


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করুন। 


প্রতিটি শিল্প কারখানা ও সরকারি-বেসরকারি ভবনে অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন, ২০০৩ অনুযায়ী অগ্নি প্রতিরোধ ব্যবস্থা বাস্তবায়ন করুন। 


স্থানীয় ফায়ার স্টেশনের ফোন নম্বর সংরক্ষণ করুন এবং যে কোনো জরুরী অবস্থায় সাহায্যের জন্য সংবাদ দিন। 


জরুরী রোগি পরিবহণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করুন।


No comments:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages